Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

 

উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ব্যানবেইস

নন্দীগ্রাম, বগুড়া


 

শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।ব্যানবেইস-এর আওতায় প্রতিষ্ঠিত নন্দীগ্রাম ইউআইটিআরসিই ২০১৫-১৬ অর্থ বছর থেকে নন্দীগ্রাম উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল শিক্ষক-শিক্ষিকাদের ১৫ (পনেরো) দিনের বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ০৬ (ছয়) জন প্রশিক্ষক এই প্রশিক্ষণটি পরিচালনা করেন।

 

সাম্প্রতিক বছরসমূহের ( বছরপ্রধান অর্জনসমূহ : 


“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আইসিটি প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) কাজ করে যাচ্ছে।


পরিসংখ্যান ডাটা সংগ্রহ : UITRCE, নন্দীগ্রাম, বগুড়া গত ২০১৮, ২০১৯ এবং ২০২০ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর নন্দীগ্রাম উপজেলার প্রায় ৫৭টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৫৭টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GIS এর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের  (৬ষ্ঠ-১০ম) ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে ।


আইসিটি বিষয়ক প্রশিক্ষণ : গত তিন বছরে UITRCE, নন্দীগ্রাম, বগুড়া এ প্রাথমিকোত্তর স্তরের ৪৩২ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী বেসিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০ অর্থবছরে নতুন করে “কম্পিউটার হার্ডওয়্যার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ৯৬ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।  


ই-সেবা   UITRCE, নন্দীগ্রাম, বগুড়া গত ২০১৮, ২০১৯, ২০২০ সনে ২৭২ জন শিক্ষক  শিক্ষার্থীকে  লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের -সেবা প্রদান করেছে।

সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-য় উল্লেখিত Goal-4: Quality Education অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সত্তা হিসেবে ইউআইটিআরসিই, ব্যানবেইস, নন্দীগ্রাম কাজ করে যাচ্ছে।

 

এক নজরে সাম্প্রতিক বছরসমূহে ইউআইটিআরসিই, ব্যানবেইস, নন্দীগ্রাম এর কার্যক্রমঃ

 

২০১৫-১৬ অর্থ বছরঃ

 

  • বেসিক আইসিটি প্রশিক্ষণঃ ০৯ টি ব্যাচ

মোট প্রশিক্ষণার্থীঃ ৯ x ২৪ = ২১৬ জন।

 

  • অনলাইন শিক্ষা জরিপঃ নন্দীগ্রামের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

 

২০১৬-১৭ অর্থ বছরঃ

 

  • বেসিক আইসিটি প্রশিক্ষণঃ ২৪ টি ব্যাচ

                    মোট প্রশিক্ষণার্থীঃ নন্দীগ্রাম উপজেলা – ৮ x ২৪ = ১৯২ জন।

                        কাহালু উপজেলা – ১৪ x ২৪ =  ৩৩৬ জন।

                        দুপচাঁচিয়া উপজেলা – ২ x ২৪ =  ৪৮ জন।

 

  • অনলাইন শিক্ষা জরিপঃ নন্দীগ্রামের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

 

২০১৭-১৮ অর্থ বছরঃ

 

  • বেসিক আইসিটি প্রশিক্ষণঃ ০৮ টি ব্যাচ

মোট প্রশিক্ষণার্থীঃ ৮ x ২৪ = ১৯২ জন।

 

  • অনলাইন শিক্ষা জরিপঃ নন্দীগ্রামের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
  • এডুকেশন জিআইএস হালনাগাদঃ ০৫ টি  শিক্ষা প্রতিষ্ঠান।