Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিভাবে যাবেন

নন্দীগ্রাম ইউআইটিআরসিই তে যেভাবে আসবেনঃ

 

ঢাকা হতে বগুড়া হয়েঃ ঢাকা হতে ঢাকা-বগুড়া মহাসড়ক পথে বগুড়া সেনানিবাস (জাহাঙ্গীরাবাদ) হয়ে বগুড়া-নাটোর মহাসড়ক পথে (প্রায় ৩০ কি.মি.) নন্দীগ্রাম বাস স্ট্যান্ড। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে নন্দীগ্রাম-কালীগঞ্জ সড়ক পথে প্রায় ৬০০ মি. পথ এগোলে হাতের ডানে নন্দীগ্রাম উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চত্তরের সর্ব-বামে (সীমানা প্রাচীর সংলগ্ন) দ্বিতল ভবনটি নন্দীগ্রাম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)।

 

রাজশাহী হতেঃ রাজশাহী-বগুড়া মহাসড়ক পথে প্রায় ৮৫ কি.মি. দূরত্বে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড।  নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে নন্দীগ্রাম-কালীগঞ্জ সড়ক পথে প্রায় ৬০০ মি. পথ এগোলে হাতের ডানে নন্দীগ্রাম উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চত্তরের সর্ব-বামে (সীমানা প্রাচীর সংলগ্ন) দ্বিতল ভবনটি নন্দীগ্রাম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)।